expr:class='"loading" + data:blog.mobileClass'>
চলছে । চলবে । অবিরাম...

টরেন্ট কি? কিভাবে ডাউনলোড করবেন।


টরেন্ট কি
টরেন্ট মূলত ব্যবহার করা হয় ডাউনলোড করার কাজে। গতানুগতিক ডাউনলোড থেকে টরেন্ট একটু অন্যভাবে কাজ করে। কিন্তু টরেন্ট জনপ্রিয় এর কারন হল।
১. অন্য সাইট থেকে ডাউনলোডের জন্য পেজের পর পেজ ঘুরতে হয়, শেষে বলে টাকা লাগবে। টরেন্ট এ এটা হয় না।
২. রিজোম সাপোর্ট।
৩. keygen সহ গেম বা সফটয়ার।
৪. ভালো প্রিন্টের মুভি।
৫. ডাউনলোড দিয়ে বসে থাকতে হয় না। যখন পিসি নেটের সাথে কানেক্টেড থাকে তখন এটি ফাইল ডাউনলোড করতে থাকে।
৬. নেই বলে কিছু নেই। Including 18+ 

কিভাবে নামাবেন:
১. এখান থেকে Utorrent  software টি নামিয়ে নিন। মনে রাখবেন এটি ছাড়া ডাউনলোড করতে পারবেন না।
২. সফটয়ার টি install করুন।
৩. এবার যেকোন টরেন্ট সাইট এ যান। টরেন্ট সাইট সুম্পর্কে আগে একট পোষ্ট দিয়েছি ওটা দেখেনঃ জনপ্রিয় টরেন্ট সাইট ও রিভিউ
৪. যেকোন ফাইল সিলেক্ট করেন।
৫. Download this torrent বা Download অপসন পাবেন। সেখানে কিল্ক করেন।
৬. utorrent এর মাধমে ফাইল টি খুলে ডাউনলোড দিন।
৭. ডাউনলোড শেষ হলে উপভোগ করুন।

সতর্কতাঃ
বলা হয়ে থাকে টরেন্টে পাওয়া কিছু ফাইলে ভাইরাস থাকে। তাই ডাউনলোড করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। পিসিতে ভালো কোনো এন্টিভাইরাস ইন্সটল করা থাকলে আর ভয়ের কিছু নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন