expr:class='"loading" + data:blog.mobileClass'>
চলছে । চলবে । অবিরাম...

এক যে ছিল মেয়ে

এক যে ছিল সুখী মেয়ে সবার আদরের

দিনগুলি যে ছিল তার ভারী আনন্দের 
পরিবারের ভালবাসায় হল সে বড় 
সবার কাছে ভাল ছিল মন্দ ছিল না কার 
স্কুল আর পড়া নিয়ে দিনগুলো তার কাটছিল 
জীবনে তার ভালবাসা প্রথম আসে ডাক দিয়ে  
প্রেমের খেলায় মেতে উঠল ওই পাড়ারই এক ছেলে 
দিনরাত্রি সকাল দুপুর তার কথাই যে মনে পরে 
বাড়ীর সবাই জানতে পেরে বিয়ে দেবে ঠিক করে 
ভাল যে বেসেছে তাকে ভুলতেকি সে আর পারে 
বাবা মাকে ফাঁকি দিয়ে করল তাকে বিয়ে 
দুঃখের দিন শুরু হল তার প্রথম দিন দিয়ে 
মেনে যদিও নিল তাকে মামার আদেশে
স্বামীর আদর পায় সে শুধু ,ভাল কি আর কেউ বাসে?
উঠতে বসতে খেতে শুতে চোখের জলে দিন কাটে 
লেখা পড়া শেষ করবে এই প্রতিজ্ঞা মনে এঁটে 
অল্প রোজগার স্বামীর তার সবার কাছে তুচ্ছ সে
তার ঘরেতে জন্ম নিল ছোট্ট একটি সোনার মেয়ে
মেয়ের খরচ কম নয় এই বাজারের হাল যে
দুজন মিলে চাকরী করে,খরচ করে পায় যে
কপাল খুল্ল স্বামীর তার, চাকরী পেল সরকারি
কোন চিন্তা নেই আর লাগবে যা দরকারি।
স্বামীটাকে ভালোবেসে জীবন সঙ্গী তার যে
আর কি কেও ভালবাসে জানতে কি চাও সে?
দিন রাত্রি ঘরের কাজ - করতে হয় তাঁকে।
যতোই সে করুক না কেন, সুখ কি তার জোটে
বড় বউ মায়ের প্রিয়, বড় লোকের মেয়ে যে
কাজ কেন সে করবে বল? বড় আদরের মেয়ে সে
এই ভাবে দিন চলছে চলুক, চলতে পারে যত দিন
সুখি তুমি হবে জানি, আর ত মাত্র কয়েক দিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন