বৃষ্টি তুষার থেকে লুকিয়েছি আমি
ভুলতে চেয়েও আমি ঠিক পথে নামি
তাকিয়েছি ভিড় রাজপথে
হৃদয়ের শব্দের সাথে
পৃথিবীর পথ চেয়ে
কত মানুষের ভিড়ে
এই তোমার মতন কেউ
মিলবে কি মেয়ে?
হৃদয়েতে নিয়ে নাও অন্তরে ঠাঁই দাও
সময়কে বেঁধে রাখ, এহাতে ওহাত দাও
দিশাহীন আমারই আলো হয়ে ঝরে যাও
সত্যের বিস্ময়ে স্তব্ধতা দিয়ে যাও
সবাই বলছে দেখ অমর কিছুই নয়
আমরা যে এইখানে বল না কিসের ভয়
ভালবাসা ভালবেসে সুদূরে ভাসিয়ে নাও
হৃদয়েই নিয়ে নাও অন্তরে ঠাঁই দাও
হাত ধরে থাক মেয়ে
ধ্রুবতারা হয়ে যাও - হৃদয়ের হয়ে যাও
দাঁড়িয়েছি পাহাড় চূড়ায়
ভিজে গেছি নীল জোছনায়
বন্ধুরা বোঝেনি সে কথা
বোঝেনি যে এই শূন্যতা
কিছুই না বলে আমি
চাইনি তো কথা বিনিময়
তাকেই চেয়েছি শুধু
কণ্ঠে যে সুর হয়ে রয়।।
ভুলতে চেয়েও আমি ঠিক পথে নামি
তাকিয়েছি ভিড় রাজপথে
হৃদয়ের শব্দের সাথে
পৃথিবীর পথ চেয়ে
কত মানুষের ভিড়ে
এই তোমার মতন কেউ
মিলবে কি মেয়ে?
হৃদয়েতে নিয়ে নাও অন্তরে ঠাঁই দাও
সময়কে বেঁধে রাখ, এহাতে ওহাত দাও
দিশাহীন আমারই আলো হয়ে ঝরে যাও
সত্যের বিস্ময়ে স্তব্ধতা দিয়ে যাও
সবাই বলছে দেখ অমর কিছুই নয়
আমরা যে এইখানে বল না কিসের ভয়
ভালবাসা ভালবেসে সুদূরে ভাসিয়ে নাও
হৃদয়েই নিয়ে নাও অন্তরে ঠাঁই দাও
হাত ধরে থাক মেয়ে
ধ্রুবতারা হয়ে যাও - হৃদয়ের হয়ে যাও
দাঁড়িয়েছি পাহাড় চূড়ায়
ভিজে গেছি নীল জোছনায়
বন্ধুরা বোঝেনি সে কথা
বোঝেনি যে এই শূন্যতা
কিছুই না বলে আমি
চাইনি তো কথা বিনিময়
তাকেই চেয়েছি শুধু
কণ্ঠে যে সুর হয়ে রয়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন