পোস্টটি প্রথমে আমি আমার ফেসবুকে পাই। পরে কিছু ব্লগেও এটা নিয়ে হইহুল্লা লাগে। কিন্তু কিছুদিন পরে তার কোন গন্ধও আসে পাশে পাইনাই।
মুসলমান হয়ে নতুন জীবন শুরু করলেন অ্যাঞ্জেলিনা জোলি (March
20, 2011 11:00 pm) নিজস্ব মতিবেদক অ্যাঞ্জেলিনা জোলির
ইসলাম
গ্রহণের সংবাদে গোটা মুসলিম জাহানে আনন্দের সীমা নাই। পরম
করুণাময়কে ধন্যবাদ জানিয়ে মসজিদে-মসজিদে বিশেষ
মোনাজাতের
ব্যবস্থা করা হচ্ছে। অনেক মুসল্লি এই উপলক্ষে নফল নামাজ
পড়ছেন
বলেও নানান দেশ থেকে খবর পাওয়া যাচ্ছে।আরো জানা গেছে,
অ্যাঞ্জেলিনা জোলি তাঁর নাস্তিক স্বামী ব্র্যাড পিটকে অচিরেই
ইসলামের
পথে আসার দাওয়াত দিয়েছেন। ব্র্যাড পিট চুদুর বুদুর করলে
অ্যাঞ্জেলিনা জোলি আত্মঘাতী বোমাহামলা করে তাঁকে হত্যা করবেন
বলে হুমকি দিয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি তাঁর জঙ্গি স্ত্রীর কাছ
থেকে পালিয়ে আত্মগোপন করে আছেন।এদিকে ইসলামগ্রহণের
পরপরই ইসলামী প্লেবয় হিসেবে খ্যাত প্লেবুরকা পত্রিকার আহ্বানে
তাদের ফটোসেশনে অংশ নেন অ্যাঞ্জেলিনা জোলি।ইসলামগ্রহণের
আগে ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, এখন হলেন আঞ্জুমান আরা জলি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন