”Account” টা আমি খুলে ফেলেছি বেলা শুনছো ??
এখন আর কেউ আটকাতে পারবেনা,
Pro Pic টা এইবার তুমি পাল্টে দিতে পারো
সবাইকে বলে দাও Single তুমি আর থাকছোনা ।
Account টা আমি করে ফেলেছি বেলা সত্যি
আর মাত্র কয়েক টা স্টেপ ব্যাস,
“Starting” এই আমি “Message” দিয়েছি
… কিছুদিন পর দিব “Wall Post”
চুপ করে কেন বেলা কিছু লিখছোনা না ??
হ্যা-লো!!!
এটা কি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ
ডট ফেইস বুক ডট কম্??
বেলা বোস তুমি পাচ্ছো কী পরতে ??
১০-১২ টা “Fake ID”
পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবোনা কিছুতেই আর “Block” করতে !!
হ্যা-লো !!!
এটা কি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ
ডট ফেইস বুক ডট কম্??
দিন না করে বেলাকে “Online” একটি বার !!!
এই মেগাবাইট যাচ্ছে কমে
আমার গ্রামীন মোডেমে
খুজছি কেবল বেলার “Timeline” !!!
এখন আর কেউ আটকাতে পারবেনা,
Pro Pic টা এইবার তুমি পাল্টে দিতে পারো
সবাইকে বলে দাও Single তুমি আর থাকছোনা ।
Account টা আমি করে ফেলেছি বেলা সত্যি
আর মাত্র কয়েক টা স্টেপ ব্যাস,
“Starting” এই আমি “Message” দিয়েছি
… কিছুদিন পর দিব “Wall Post”
চুপ করে কেন বেলা কিছু লিখছোনা না ??
হ্যা-লো!!!
এটা কি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ
ডট ফেইস বুক ডট কম্??
বেলা বোস তুমি পাচ্ছো কী পরতে ??
১০-১২ টা “Fake ID”
পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবোনা কিছুতেই আর “Block” করতে !!
হ্যা-লো !!!
এটা কি ডব্লিউ ডব্লিউ ডব্লিউ
ডট ফেইস বুক ডট কম্??
দিন না করে বেলাকে “Online” একটি বার !!!
এই মেগাবাইট যাচ্ছে কমে
আমার গ্রামীন মোডেমে
খুজছি কেবল বেলার “Timeline” !!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন