expr:class='"loading" + data:blog.mobileClass'>
চলছে । চলবে । অবিরাম...

ভালবাসার মৃত্যু


২০০৬ সাল,আমি আর আমার এক বন্ধু জেলা শহরের একটি ভাল কলেজে ভর্তি হয়েছিলাম।আমার বন্ধুর নাম জাকারিয়া।জাকারিয়া মফঃস্বল স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছিল।আমারা একই স্কুল থেকে পাশ করেছিলাম।তারপর দুই জন একসাথে কলেজে ভর্তি হয়েছিলাম।গ্রীষ্মকালের ছুটিতে দুজন বাসে করে বাড়িতে আসতেছিলাম। শহর থেকে আমদের বাড়ি দুই ঘণ্টার রাস্তা। দুজন গল্প করে আসতেছিলাম, হঠাৎ জাকারিয়া বলে “দোস্ত বিয়ে করে ফেলব” আমি বললাম মজা করস।
জাকারিয়া : নারে দোস্ত, আমি serious।
আমিঃ কারে বিয়ে করবি ?
জাকারিয়াঃ তোরে ত বলি নাই।আমি এস.স.সি পরীক্ষার পর ৩মাস বাড়িতে ছিলাম।তখন আমি আমার খালাত বোন(জেরিন) কে পড়াতাম।জেরিন আমাকে তখন ভালবাসার স্বপ্ন দেখাতে লাগলো। আমি আর তাকে ফিরাতে পারি নাই।আমিও জেরিনকে স্বপ্ন জালে বেঁধে ফেলেছিলাম।জেরিন আমাকে অনেক ভালবাসে।
আমি: দোস্ত এতকিছু আমাকে বল নাই ।
জাকারিয়াঃ বলব বলব করে বলা হয় নাই।তরে বললাম আর কাউকে বলি নাই।আজকে বাড়িতে গিয়ে আগে জেরিন আর সাথে দেখা করব।
তারপর দুজন বাড়িতে গেলাম।জাকারিয়ার বাড়ি আমাদের পাশের গ্রামে।ছুটিতে জাকারিয়ার সাথে খুব একটা  যোগাযোগ ছিল না।আমি ওর আগেই চলে আসলাম।
জাকারিয়াকে ফোন দিয়ে বললাম “তুই আসবি কবে”?
জাকারিয়া বললঃ দোস্ত আমার শরীর টা বেশি ভাল না,আগামীকাল আসতে পারি।
আমিঃ তাড়াতাড়ি চলে আই ক্লাস শুরু হয়েছে।
সেইদিন রাতে ১২ টার দিকে এক বন্ধু ফোন দিয়ে বলে “জাকারিয়া আর নেই”।
আমিঃ কি বলিস এই সব।আমি তখন বিশ্বাস করতে পারিছিলাম না।
বন্ধুঃ আজকে রাত ৯.৩০ টার দিকে বিষ খাইছে।
আমিঃ আমার সাথে ত সকালে কথা হয়েছে।কেন বিষ খাইল? তুই কি কিছু জানিস??
বন্ধুঃ জাকারিয়া জানতে পারছে যে, জেরিন আরেকটা ছেলেকে ভালবাসে।জাকারিয়ার সাথে সম্পর্কের আগেও অন্য একটা ছেলের সাথে সম্পর্ক ছিল।এই সব কিছু জাকারিয়া মানতে পারে নাই বলে আত্মহত্যা করছে।
পরেরদিন সকালে জাকারিয়ার বাড়িতে গেলাম।বারান্দাই সাদা কাপড়ে মোড়ানো জাকারিয়া ঘুমিয়ে  আছে।জাকারিয়ার মা পাশে বসে  কাঁদছে। আমাকে দেখেই আন্টি হাউ মাউ করে কেঁদে উঠল।আমি আর আমার কান্নাকে ধরে রাখতে পারলাম না।আন্টি আমাকে বলল,”বাবা তুমি কিছু জানতে না”?
আমিঃ আন্টি আমাকে ত তেমন কিছু বলে নাই।
 জাকারিয়া মাঃ বাড়িতে যে কইদিন যাবত আসেছে শুধু দেখতাম, পুকুর পারে ফোন কথা বলত। মাঝে মাঝে মন খারাপ থাকত। কিছু জিজ্ঞাস করলে কিছু বলত না।

আন্টি এই কথা গুলু বলে কান্না আর থামাতে পারল না...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন