expr:class='"loading" + data:blog.mobileClass'>
চলছে । চলবে । অবিরাম...

কম্পিউটারের যত্ন

একনাগারে অনেকদিন কম্পিউটার চালানোর পর কম্পিউটারের কিছু যত্নআত্তি করার প্রয়োজন হয়। এর জন্যে মাঝে মাঝে স্ক্যানডিস্ক দিফ্রেগমেনট করা উচিত। স্টার্ট মেনু থেকে প্রোগ্রাম / একসেসরিস / সিস্টেম টুলস এই লোকেশন বরাবর এগুলোই আপনি এই দুটো অপশন পেয়ে যাবেন। বিভিন্ন কারনে সিঃ/ড্রাইভকে মাসে অন্তত এক দুইবার ঠিক করা দরকার। প্রথমে স্ক্যানডিস্ক এর স্ট্যান্ডারড চালিয়ে তারপর থ্রো চালান। পরেরটাতে সময় লাগবে বেশি। এটা শেষ হয়ে গেলে তারপর ডিস্ক দিফ্রেগমেণ্ট চালান। আপনার হার্ড ড্রাইভ এর আয়তন যত বেশি হবে তত বেশি সময় লাগবে। কয়েক ঘণ্টাও লাগতে পারে। এ সময় অন্য কিছু করবেন না। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখবেন কম্পিউটার বেশ দ্রুত কাজ করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন