স্টার্ট মেনুতে Run এ গিয়ে Regedit লিখে OK করলেই পেয়ে যাবেন রেজিষ্ট্রি এডিটর। এবার বিভিন্ন সেকশনে ক্লিক করলেই বের হয়ে আসবে কি(Key) এবং ভ্যালুগুলো এবার নতুন কোন Value যোগ করতে চাইলে মাউস এর রাইট বাটন ক্লিক করে New ক্লিক করলে String, binary, DWORD ইত্যাদি থেকে নিজের প্রয়োজন মতো অপশন সিলেক্ট করুন। আর নতুন কোন Key যোগ করতে চাইলে তাতে ক্লিক করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন